এলোমেলো মন ঘূর্ণায়মান থৈ থৈ জলে
পূর্ণ সংস্করণে শৈশবে ফিরে দেখা,
মৃত্তিকা কাদাজলে অনন্তহীন ইচ্ছা
আজ হারিয়ে কাব্য লেখা।
সেদিন তারুণ্যে ছিলেম খেলাধূলার চক্রে
দুরন্তপনায় মাঠে,
দ্বীপ্রহরে ক্লান্তি শেষে স্নানে এসে ভিড়তাম
জোড়া দীঘির ঘাটে।
দুঃস্বপ্ন দিনে যৌবনে প্রেম ছিল মৃত্যুঞ্জয়ী
আলিঙ্গনে অশুদ্ধ আত্মার স্পর্শ কাতরে
দূষিত বাতায়নে মৃত্যুর বার্তা নিয়ে
পবিত্র প্রেমে সৎ আত্মার নিমগ্ন বিষাদ জড়িয়ে
যুগে যুগে ভস্ম করে জারি,
বিস্মিত কণ্ঠে কত দেখি আর্তনাদে
কান্নার রুল
হচ্ছে আবেগে মহামারি।
চলমান যৌবন চলবে কত নির্বিঘ্নে
হয়ে ত যাবে একদিন শেষ,
আড়ষ্ট পদ্মের চুমু খাওয়া নদ
পানকৌড়ির চিৎ সাঁতারে বেশ।
বাস্তব জিবন বিসর্জনের আহ্বানে আজ
আহত পাখি সম নির্বাক,
যৌবনের প্রতিক্ষায় হৃদ বিশ্বজুড়ে
প্রেম ত্যাগে নিজ ভাগে পাই
কেবলি মুক্তির ডাক?
কখনও ছদ্মবেশে আমি হই ত্যাগী বাদশা
তখন জীর্ণ শীর্ণ হৃদয় পুড়ে ছাই,
যখন ব্যর্থ প্রেম থেকে দূরে সরে যাই
তারুণ্যে জাগ্রত ভালবাসার অভিশপ্ত লয়ে।