ভুলের উপর বিচরণ করিতে করিতে
এখন বুঝতে সক্ষম হয়েছি,
কাকে বলে জীবনের মানে ?
কাকে বলে,অনুতপ্তের লজ্জা ?
এখন বুঝতে সক্ষম হয়েছি
মহৎকর্ম,মহৎপ্রাণ,কতটা সাধ্যের!
ধৈর্যের উপর,স্থির থাকিতে থাকিতে
এখন বুঝতে সক্ষম হয়েছি,
ধৈর্যশীল,ব্যক্তির মর্যদা,কেনো হয়
আকাশচুম্বী ?
মহৎ,ব্যক্তির উপর,বিপদ আসে
সে,বহুবিধ,সমস্যার অনুকূলে ভাঁসে  
মহৎ ব্যক্তি,তবুও হয়না নিরাশ,
স্রষ্টার সেই,ভালোবাসা পেতে
ভালো কর্মে,নিজেকে রাখতে হয়
পবিত্র মননে,একরাশ।


ভুলের উপর বিচরণ করিতে করিতে
এখন বুঝতে সক্ষম হয়েছি,
কাকে বলে জীবনের মানে ?