* পাপের তরে ঘর বাঁধিয়া, পাপীকে দিলে সাজা
পাপে আসক্ত, পাপে বিরক্ত, পূর্ণের ঢোল বাঁজা,
কে আছে এমন, পাপ করেনি,মোল্লা, হাকিম,রাজা
বিধির নিয়মে দোষি,শয়তান খুশি, হলে সাজা।
বিধির সৃষ্টি, সেরা মানব, সৃজন ধুলার মাটি
শির নত করে যে কাঁদতে জানে, অনুতপ্তে খাঁটি।
সর্বশক্তিমান, তিনিই মহান, অন্তর মাঝে
করুণা পাই, বিধির সে" ইশারায়, ঈমানি কাজে।
আজকাল চোখে দেখিয়া,কানে শুনিয়া, প্রমান চাই
চলছে পাপে, তথ্য লোপাট,  প্রমান কোথাও নাই।
যদি টাকায় মেলে  জবানবন্দী, নির্দোষে পাই সাজা
তবে, কে আছে এমন,পাপ করেনি,মোল্লা,হাকিম রাজা।
আজ সত্যের সাধক খাটিবে জেল, কিংবা ফাঁসিতে
হায়,রে দাজ্জাল শক্তি, মারিছে সাধক,  মিথ্যের হাসিতে।
মুখ দেখিয়া,হই রে বিচার, নাই রে,ওমর শাসন
দুনিয়ার সমাজ নগ্নতা চাই, হায় রে মিথ্যা আসন।
মানুষ,হারাম পথে লিপ্ত রে আজ, বানাই পাপের বাড়ি
অর্ধ পোষাকে রম্য নাটক জাহির করছে নারী।
আমি চাই না, স্বর্গ, চাই না নরক,বিধাতাকেই চাই
তার প্রেমে গড়া,এই আমিকে, তিনি শান্তি দিয়ে যাই।
পাপে আসক্তি, পাপ করেছি, পূর্ণের ঢোল বাঁজা
কে আছে এমন পাপ করেনি, মোল্লা, হাকিম রাজা?