মানুষের হৃদয় যদি,সচ্ছ আয়নার মতো হতো
সে' যে ভুলগুলো করেছে,তা যদি
তাহার অন্তরে,স্পষ্ট করে,দেখিতে পেতো
তাহলে,মানুষ তাঁর পাপের জন্য
নিজেকে,সে নিজেই ঘৃণা করতো!
অতঃপর,চোখের পানি ছেড়ে
লজ্জাবোধ হয়ে,মহান রবের কাছে
মাথা নত করে,তওবা প্রার্থনা করতো।
আর বলতো,হে' আমার মহান রব
আপনি আমাকে ক্ষমা করেন,
আমার হস্তে করা,সকল ভুলের জন্য
আমার হস্তে করা,সকল,পাপের জন্য
আমার হস্তে করা,নিকৃষ্ট,কাজের জন্য
আমার হস্তে করা,নাফরমানির জন্য।
হে'আমার মহৎ,ক্ষমাশীল রব
আপনি আমাদের ক্ষমা করুন
আপনার অবাধ্য,হওয়ার জন্য।
জেনে না জেনে,শয়তানের ধোঁকায় পরে
কতবার,আপনার হৃদয় ভেঙেছি
তা আমাদের জানা নেই,
হে'আমাদের মহৎ,ও ক্ষমাশীল রব
আপনি,আমাদেরকে ক্ষমা করুন
আপনার রহমতের,সেই মহিমা দিয়ে।