*  নিসর্গ অতল আধাঁরে, চক্রের সারি
     ক্রমাগত ধ্বংসের চিন্থ, সম্মুখে জারি  
      নিঃস্তব্ধ চারপাশ, কর্মের ফল ভোগ
        অনুতপ্তে গৃহবাসী, পূর্ণতার যোগ
    ক্ষমা,ক্ষমা, চাই ক্ষমা, ভুলেরি মাশুলে  
      যত আছে পাপ জমা,পূর্ণের উসলে।  
    যুগ-যুগান্তে তুচ্ছ করো না তা, হে প্রভু  
   জগতে সে আমি, তোমারি সৃষ্টির বৈরি, .
ধ্বংসের যোগ্য, নিজ পাপে আমি অরোগ্য  
    তোমারি সৃষ্টিতে বাঁচি, মৃত্তিকায় তৈরি।
    প্রভু জানি,ভুল করা শয়তানি কর্ম              
    তব আজ মোর বক্ষে, বেঁধে দাও শক্তি
    আত্মায়,নিন্দা না করি, ঈর্ষায় না পুড়ি  
   মৃত্যুরূপে ও যেন করি, তোমারি ভক্তি।
.................... ×××× ....................