* আমার মাঝে আমিই বিলীন
   দোষ দিবো, বলো কাকে ?
   ধরা যায় না, ছোঁয়া যায় না, নিয়তি
   বিশ্বাস করি যে থাকে।
   আমি সৃষ্টি বলেই, স্রষ্টার কাছে
   সদা, করি মার্জনা,
   ভোগের মাঝে মত্ত্ব থাকে,পাপীষ্ঠ
   থাকে চিনলো ক'জনা ?
   ধর্ম বলো, আর কর্ম বলো, উদ্দেশ্য
   শান্তির  হওয়া চাই ,
   কবি নজরুল ও বলেছিলো দৃঢ়তায়
   সবার উপরে মানুষ সত্য
   তাহার উপরে নাই।
   ধর্ম বলো, আর কর্ম বলো, উদ্দেশ্য
   শান্তির  হওয়া চাই।
   শান্তির বাণী, চিরন্তনী, বুঝে ক'জনা ?
   আমি সৃষ্টি বলে স্রষ্টার কাছে
   সদা, করি মার্জনা।


সময়:- রাত :-১২:- ৩২ মিনিট।
স্থান:- মিরপুর-১৩, ঢাকা,বাংলাদেশ।