আহা কষ্টের কথা বলি, শোনো, কষ্টের
জীবন থেমে গেছে, অন্ধকারে,নষ্টের
অনেক জেনেছি ,প্রেম আকাশের তারা
আজ মেনেছি, জীবন এক গতিহারা।
ক্লান্তির পরে ঘুম, তবু প্রেম শাখায়
এক কবি লিখে, পরী রূপ, কবিতায়।
আমি অনাবাদী রাখবো না সেই জমি
দুখের শ্লোকে দৃশ্যমান অনেক মমী !
আমি এক অন্ধ কবি, প্রেমের পূজারী
জাগেনি আশায় প্রেমিকের অধিকারী।
শৈশব ছিল, কিশোর ছিলাম, বায়না
আমার,জীবন কি মেইডেন চায়না ?
সুন্দরে গঠিত আমার জীবন দেখি
আজ দেখি না,শুধু নারীর প্রেম একি ?
আহা কষ্টের কথা বলি, শোনো, কষ্টের
জীবন থেমে গেল, অন্ধকারে,নষ্টের।