স্বপ্নের ও মৃত্যু হয়,অনাকাঙ্খিত ঘঠনায়
ইচ্ছেরা ও নিস্তেজ হয়ে যায়,অদেখায়
কাছের মানুষও দূরে সরে যায়,স্বার্থহীনায়
দূরের মানুষ ও পাশে এসে দাঁড়ায়,মুহুর্তে
অবিশ্বাস্য হলেও সত্যি,কেউ কারো নয়
প্রয়োজন ছাড়া অপ্রয়োজনের তাগিদে।
তোমার ভুল ধরার,লোকের অভাব নেই
অথচ তোমার ভুলগুলো শুধরিয়ে দিবে
আজকাল,এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর।
তোমাকে তোমার জন্য বাঁচতে হবে,প্রতিদিন
চিন্তা শক্তিতে আনতে হবে,ব্যাপক পরিবর্তন
তোমাকে মেলে ধরতে হবে,ভিন্ন আঙ্গিকে।
ভিতরের কষ্ট গুলোকে লুকিয়ে,হাসতে শিখো
মানুষের মত মানুষ হয়ে,সদা বাঁচতে শিখো!
এই সমাজ তোমাকে কি দিবে,আশা না করে
সমাজকে তুমি,কিছু দেওয়ার চেষ্টা করু।
তোমাকে আগে,পাওয়ার আশা ছাড়তে হবে
তাহলে তুমি নেওয়ার বদল উল্টো দিতে পারবে!
তুমি যত বেশী ধৈর্য ধরতে পারবে,তত বেশী
মানসিক যন্ত্রনা ও ভারসাম্য থেকে মুক্তি পাবে।
যেকোনো বিষয়ে ভুল করো একবার, তার থেকে
তুমি শিক্ষা ও গ্রহন করু একবার,বারবার নয়!
কে কি বললো,তা কানে নেওয়া যাবেনা,বরং
কে তোমাকে পারবেনা বলেছে,তাকে করে দেখাও
আর বুঝিয়ে দাও,মানুষ চেষ্টা করলে অসাধ্য
কাজটা ও সাধ্যের ভিতরে চলে আসে শর্ত ছাড়া।
সব সময় একটা কথা মনে রাখার চেষ্টা করু
যে সবার উপরে মানুষ সত্য,তাহার উপরে নাই!