সুখের সমীরণে মানুষ হাসে না
মানুষ হাসে,মনে রঙ মাখাতে
কিছু কষ্ট আসে,জলাঞ্জলি দিয়ে
কিছু সুখ আসে,পরিবর্তন নিয়ে!


মানুষ চাইলেই পারে,বদলাতে
ক'জনে চায়,নিজেকে বদলাতে ?
সহজে মানুষ,মানুষকে দেয় ধোঁকা
ভালো মানুষ,সমাজে হয় বোকা!


টাকার কাছে,মানুষ আজ বিক্রি হয়
সততা আর আদর্শকে উড়িয়ে
টাকা নিয়ে কি মানুষ বাঁচতে পারে
ক্ষমতার দাপট দেখিয়ে চিরকাল ?


পরিবর্তনের ছোঁয়া,খুবই অল্প
চরিত্র বদলানো,কঠিন এক গল্প।