তোমার দুটি নীলাভ চোখের দিকে তাকালেই
আমি ভরা জোছনা দেখতে পাই,
ভিতর আলোর জ্যোতি ঝলমল করে অনন্ত
তব মনের আকাশে তুমি নাই!
প্রেমের চেয়ে ভালো,আর কিছু হতে পারে না
অঙ্গে জড়ালে লাল শাড়ি,
তোমার আকাশে একাকী মেঘের মতন উড়ি
সে কি প্রেম? অন্ধকারে ফেরা বাড়ি।
অনেক মুহূর্ত আমি করে ফেলেছি ক্ষয়
সময়ের সাথে জীবনের পরাজয়।
তবু তোমাকে ভালবেসে আজ আমি অন্ধ
প্রকাশ পায় প্রেম,কবিতার ছন্দ।
কেনো পিছুটানে তোমার প্রতি আমার বিস্ময়?
সব মানুষের তরে সব মানুষের প্রেম,যুগে যুগে
প্রেমিকার মুখের সেই হাসি,
ফ্রেমের ভিতরকার ছবি,বলে দেয় যেমন
তাহারে কত ভালবাসি!
ভালবাসা বাংলার মাঠে ঘাটে,কৃষ্ণচূড়ার ফুল
মনের কোণে আকাশের ওপারে প্রেম
আবেগে খায় দুল
ভালবাসা বাংলার মাঠে ঘাটে,কৃষ্ণচূড়ার ফুল।