কে'গো তুমি অপরূপা,লাবণ্যময়ী নারী
বাতাসে উড়ানো চুল,কোপায় গেন্দা ফুল
আলতা মাখা পায়,চলছো,শেষ বিকেলে পার
ওগো মায়াবীনি কোথায় তোমার বাড়ি?
তোমার টানা চোখ যেনো,রঙের কারুকাজ
তুমি আর নীরবতা মিলে,প্রকৃতির এক সাজ
চৈত্রের মাঠ ঘেঁষে,উজার করা হাসি হেসে
গেয়ে যাচ্ছো,উদাস করা,অবেলার সেই গান
বাতাসে ধরেছে সুর,হারায় বহুদূর,নিষ্ফল প্রাণ
কে'গো তুমি অপরূপা,লাবণ্যময়ী নারী?
অনুভবে, চক্ষু মেলিয়া তোমায় দেখছি আমি
আহা কি যে অনুভূতি,সন্ধ্যার লগ্নে দাঁড়িয়ে তুমি
ঘন জঙ্গল ছেয়ে,পাখিরা যায় গান গেয়ে
তুমি কোথাকার রাজকন্যা,পরনে হলুদ শাড়ি
ওগো মায়াবীনি,কোথায় তোমার বাড়ি?
সকালে ভোরের রবি,দেখিতে লাগে যেমন
সন্ধ্যার প্রহরে একান্তই,তোমায় লাগছে তেমন।
বাঁকা চাঁদ চেয়ে আছে, আমার দিকে এখন
বুকের ভিতর নৃত্য নাচে,তোমায় দেখিলে তখন।
হঠাৎ ঝাপসা আলোয় তুমি,যাচ্ছো চলে বাড়ি
কে'গো তুমি অপরূপা,লাবণ্যময়ী নারী?