আমরা মুসাফির,আর,তুমি নাকি পীর
আমাদের বেলায় না,
তুমি নিজের স্বার্থে,ইসলাম বানাও
দলিলে,তুমিই ষৌল আনা।
দলের দালালি করো তুমি,সুযোগ বুঝে
ইসলাম করো পুঁজি,
আল্লাহ'ওয়ালারা,ত্যাগের গ্লানি টানে
তোমার আকর্ষণ,রুটি রুজি।
তোমার কথায় মধ্যে,দেখি অহমিকা
রক্তে,বিভক্তির তেজ,
এখন কেনো পালাচ্ছো তুমি?
গুটিয়ে তোমার লেজ।
আল্লাহর পীর,প্রয়োজনে,মরে যাবে,
তবু,পিছপা হবে না,
সত্যকে সে সত্যই বলবে,কখনো
মিথ্যে বলবে না!
তোমার মার্কায়,ভোট দিলে নাকি
আমার নবী পাবে?
এখন তুমি,হেরে বসে আছো,নির্বিক
তাহলে কি
আমার প্রাণের,নবীও হেরে যাবে?
নিজের স্বার্থ হাসিলে,কিচ্ছা বানাও
লজ্জা করেনা তোমার,
মিথ্যা দেখলে গা জ্বলে যাই
গা জ্বলে যায় আমার।
নিজের স্বার্থ হাসিলে,কিচ্ছা বানাও
লজ্জা করেনা তোমার?
সত্যিকার অর্থে,তুমি যদি হতেই পীর
আল্লাহর সাহায্য পেতে,
রাজপথে তোমার চির জয়জয়কার হতো
রক্ত নাহি দিতে!
এখনো আছে,অনেক সময়,ভণ্ডামি ছেড়ে
আল্লাহর জন্য,ভালো হয়ে যাও,
দোয়া করি,ভালো কাজ আর মানবতা দিয়ে
মানুষের অন্তরে,তুমি মিশে যাও।