লক্ষী বউ আমার, আজ তুমি
বাবার বাড়ি চলে গেছো  
আজ রাত আমার কাছে দুঃস্বপ্ন  
আজ রাতে আমার পাশে কেউ নেই
জানি,তোমার পাশে ও কেউ নেই!
তুমিহীনা আমি শুন্য, বিষণ্ণ
আর আমি হীনা তুমি ও শুন্য ।
নীরবতা,বালিশে রেখে মাথা
পরান,তোমার কথাই ভাবছে
কলিজা ছিদ্র হয়ে কষ্ট ব্যথা
অন্তরের ভিতর চাপছে
আঁখি কাঁদো কাঁদো মুখ আমার
শুধু হু-হু করে উঠে,
বুক ভাঙ্গা কান্নার ঢেউ যেনো
দরদী মনটা লুটে।
তন্দ্রাহারা রাত পেয়েছি আজ
দুঃখ ছুঁয়েছে অশ্রুবারি,
লক্ষী বউ,তোমাকে ছাড়া শুন্য আমি
শূন্যতায় আহাজারি।
লক্ষী বউ আমার,আজ তুমি
বাবার বাড়ি চলে গেছো  
ফিরবে আবার কবে
ততদিন কি ঘন-বিষাদ আমার
অঙ্গে জড়িয়ে রবে ?