আমি জানি, শ্রাবণের মেঘ উড়ে আকাশে
তুমি ভালোবাসো বৃষ্টি,
চৈত্রের মাটি খুঁজে পায় তৃষ্ণার্ত,কাঙিক্ষত
সে পানির দেখা
তেমনি, তোমার আমার প্রেম সৃষ্টি।
আমি জানি,পাখিরা উড়ে যায় আকাশে
তুমি ভালোবাসো ফুল,
আমি ভালোবাসি তোমাকে, আর তোমার
ঝুমকো কানের দুল।
আমি জানি,গোধূলির শেষ বিকেলে,তুমি
বাতাসে উড়াও লাল শাড়ি,
অতঃপর,সন্ধ্যার লগ্ন ধরে,তুমি আর আমি
ফিরে আসি, আপন বাড়ি।
আমি জানি,আকাশের যত রং,তোমার মত
বদলায়,তার নিজ রূপ,
আমি জানি,তুমি ভালোবাসো আমাকেই
তাইতো,আমি থাকি চুপ!
আমি জানি,তুমি ভালোবাসো,ভালোবাসো
আমাকে আপন করে,
আমি ভালোবাসি,ভালোবাসি তোমাকেই
আত্মার মিশ্রন ধরে।
আমি জানি,তুমিও ভালোবাসো,আমাকেই।