*দুঃখ করিতে নহে, দুঃখকে ভুলিতে শিখো
দেখবে, তুমি চির সুখে
প্রশান্তি লাভ করে আছো !
কান্না করিয়া নহে , নিজে শক্ত হতে শিখো
দেখবে তুমি, চির ত্যাগে
সাধক হয়ে গেছো ?
কি পেয়েছো তুমি, কষ্টগুলোকে এক করে
অনাবিল সুখ,নাকি ঝর্ঝরিত দুখ ?
তুমি কি দিয়েছো দেশ ও জাতিকে
সমৃদ্ধ ভালবাসা,নাকি নির্লজ্জ মুখ।
নিজে আগে মানুষ হতে শিখো
দেখবে,তোমার চারপাশ সুন্দরে ভরে গেছে।
এত পড়াশোনা করিয়া, কি শিখেছো তুমি
হিংসা,বিদ্বেষ, অপকর্ম নাকি দীক্ষা,
অল্প পড়াশোনাতে ও জ্ঞানী হয় তারা
যাদের আছে চেতনা,শৃঙ্খলা,ও নিরলস শিক্ষা।
হে জাতি আমার কথা,আমি নিজে বলবো না
পরিচয় খুঁজে নিবে তোমরা,
আর বলবে সেদিন, আমার কথা
যেদিন হারিয়ে যাবে, আমার প্রাণ ভোমরা।
হে জাতি, মানবতার জন্য, শান্তির জন্য
নিজে আগে মানুষ হতে শিখো !
তাহলে দেখতে পাবে পুরো পৃথিবীটাই
আলোকিত হয়ে গেছে সুন্দরে।