বাতাসে মিশে,উড়ছে দেখো
নিকোটিনের ধোঁয়া,
মানবে আজ,খেলছে দেখো
অনলাইনে,জোয়া।
প্রযুক্তির ঐ মহা সড়কে
বাড়ছে দেখো চুরি,
অনলাইনে,ব্যবসা করে
নেইকো,তার ঝুড়ি।
পাপ সাগরে,মারছে দেখো
মানব জাতি ডুব,
টাকার জন্য,বাড়ছে দেখো
মানুষের ঐ লোভ।
স্বার্থের বাজারে,স্বার্থ ছাড়া
জমে' না আর,খেলা,
পাপের এই রঙ্গ মঞ্চে  
নানা,মানুষের মেলা।
যেভাবে খুশি,দুষ্টু'রা পারে
ভবে ছুড়তে বিষ,
শয়তানের,ধোঁকায় পড়ে
হারিয়ে গেছে দিস।
ও'রে দুষ্টু'রা,সময় শেষ
মানুষ হবি কবে ?
শয়তানের,জালে আটক হয়ে,
আর,কতকাল,রবে!
ও'রে দুষ্টু'রা,সময় শেষ
মানুষ হবি কবে ?