- জগতে, হাত পেতে নিতে জানি সবাই
  সময়ে তার প্রতিদান দিতে জানিনা,
  মানুষ কখন কষ্ট দিল,মনে থাকে
  বিপদে যে পাশে ছিল,স্মরণে আসে না।
  মন ভালো নেই,কারো কথা মনে নেই
  এমন মানুষ জগতে হতে চাইনা।
  পরাস্ত জীবন আমার,ভীষণ রুক্ষ
  তাই বলে নিজ ব্যর্থতা অন্যকে দিব ?
  এ কেমন বিচার,কোন নীতিমালায়
  আজকাল সমাজ,এইভাবে চলছে।
  কয়েদীর মতো,অন্ধকারে সত্য হাতে
  শূন্য জবানবন্দি,মানবতা বলছে।
  আসল মানুষ,ভেতর মানুষ নেই
  আজ যা আছে অবশিষ্ট,সেটা মুখোশ।