শয়তানের ঐ শিঁকল,ও পাপের সমাজ
ঝাপটিয়ে ধরে আমাকে,
আমি শুধু বাঁচিতে চাই,তাদের হস্ত হতে
প্রভু,মুক্ত করো আমাকে।
শয়তানের ধোঁকায়,নিজের সেই ঈমান
দেখো,যা-ই, যাই,অবস্থা ?
হে' প্রভু,আমাকে ক্ষমা করে দিয়ে
আপনি,তাদের ধোঁকার জাল হতে
আমল দিয়ে,বেরিয়ে আসার জন্য
করে দেন,সেই ব্যবস্থা।
শয়তানের ধোঁকায়,নিজের সেই ঈমান
দেখো,যা-ই,যাই,অবস্থা!
হে'প্রভু,আমি পাপী,আর,তুমি চির মাফি
আমাকে করে দাও ক্ষমা,
এই ক্ষুদ্র জীবনে,পাপের পাহাড় গড়েছি
তাতে,রয়েছে পাপ জমা!
হে'প্রভু,আমি পাপী,আর,তুমি চির মাফি
আমাকে করে দাও ক্ষমা।


শয়তানের ঐ শিঁকল,ও পাপের সমাজ
ঝাপটিয়ে ধরে আমাকে,
আমি শুধু বাঁচিতে চাই,তাদের হস্ত হতে
প্রভু,মুক্ত করো আমাকে।