* আজ তুমি বেঁচে আছো,নসীবগুনে
   কালকে হয়তো থাকবেনা,
   চারপাশে তোমার, কত স্বজনপ্রীতি
   মনে কেউ রাখবেনা।
   আজ তোমার, বাহুতে শক্তি অনেক
   কাল হবে হয়তো নিস্তেজ,
   ব্যবহারে হয়ে থাকে,বংশের পরিচয়
   সুন্দর মন থাকে সতেজ।
   আজ তুমি,নিশ্চয়,অনেক টাকার মালিক
   হয়তো,কালকে সবি হবে মিথ্যে,
   কখনো কেউ কি,মানুষ হয়েছে,ক্ষমতায়
   ব্যাপক অর্থ আর বৃত্তে ?
   আজ তুমি হাসি, খুশিতে মত্ত্ব আছো
   হয়তো কালকে আসবে কান্না,
   মানুষের মত মানুষ হও,চির আদর্শে
   হবে তুমি,গর্বিত জাতি,অনন্যা।
   আজ তুমি বেঁচে আছো,নসীবগুনে
   কালকে হয়তো থাকবেনা,
   চারপাশে তোমার, কত স্বজনপ্রীতি
   মনে কেউ রাখবেনা।