যার জীবনে তুমি নামক একটা মানুষ নেই
তার জীবনের কোনো উদ্দেশ্য থাকেনা
যার জীবন বুঝে ওঠতে একটা মানুষ নেই
তার জীবন কোনো কাজেই আসেনা!
এরকম ও হয়,কারো জীবন তার কাছে নয়
দিয়ে দেয় অন্ধ ভালবেসে,নিজেকে বলি
তারপর প্রতীক্ষায় থেকে থেকে,জলাঞ্জলি
অথচ যাকে দেয়া মনটা,সে কোন শহরতলী  
খেলে অন্যের বুকে মাথা রেখে দীপাবলি।
সে বোঝেনি, তোমার ভালবাসার ওই রং
অনেক দূরে চলে গেলো সে,এত সহজেই
অথচ,তুমি এখনও করো আহ্লাদী, ঢং
তোমার জীবনে আর তুমি নামক সে নেই
সব বাদ দিয়ে নতুন তুমিটাকে খুঁজো,
দেখবে জীবন সুখময়, স্বপ্নগুলোও রঙিন
এবার আবেগ বাদ দিয়ে বাস্তবতা বুঝো ?
তোমার জীবনে আর,তুমি নামক সে নেই
সব বাদ দিয়ে এবার,নতুন তুমিটাকে খুঁজো!