কি লিখবো খুঁজে পাচ্ছি না নিজ ভাষা
   কি বলবো আমি চাচ্ছি না নষ্ট আশা
   নষ্ট সমাজ, নষ্ট মনমানুষিকতা,রসাতলে
   সবাই নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত,
   সত্য,কথা, আজকাল কে বলে ?
   নিজের রক্ত আজ নিজেকে দেয় দীক্ষা
   তারপর ও আমার হবে না কোনদিন শিক্ষা ?
   আমি কেনো মিথ্যে বলতে পারবো না ?
   আমি কেনো স্বার্থপর হতে পারবো না ?
   আমি কেনো অন্যায় দেখতে পারবো না ?
   আমি কেনো অমানুষ হতে পারবো না ?
   কেননা, আমি ওদের মত হতে পারি না,
   বিবেক আমাকে বাঁধা দেয়, রুদ্ধ শ্বাঃসে !
   সমাজ ত আজ আমানুষের হাট খুলেছে
   সমাজ ত আজ নারীদের পর্দা খুলেছে।
   তার সুবাদে স্ত্রী তার স্বামীকে ভুলেছে।
   আজকাল পুরুষ তার পুরুষত্ব ভুলিয়া
   ধর্ষণের বিষ ফণা তুলেছে।
   তার বিনিময়ে সমাজ হয়েছে লজ্জিত
   জাতি পেয়েছে এক কলঙ্কিত অধ্যায়।
   তাই আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে
   ঐক্যে,
   মানুষ হতে হবে চেতনা, আর আদর্শে
   একমাত্র মানবতা ও শান্তির লক্ষ্যে।
   হে জাতি নিজের দৃষ্টিভঙ্গি বদলা ও
   আর মানুষ হতে শিখো শৃঙ্খলায়।