চোখ বন্ধ করে হাঁটছি,বিশ্বাসী মনে
সামনে কি অপেক্ষা করছে,জানি না
হৃদয়ের মনিকোঠায়,ভালোবাসার রং
পাপের জল তরঙ্গের ঢেউয়ে,মানি না!
আর কোনো রাস্তা নেই,পালানোর
নিজেকে দিয়েছি,স্রষ্টার কাছে ধরা,
সত্যের বাঁতি,নিভু,নিভু,করে জ্বলছে
সে'তো স্রষ্টার,নির্দেশিত,হাতেগড়া!
ইচ্ছায়,অনিচ্ছায়,ভুলে,দ্রুত,ছুটেছি
জ্ঞানের পরিসীমায়,হয়েছি,আটক
মিথ্যের পথে,চলাফেরা ছিলো খুব
বড্ড হাসি হেসে,করে গেছি নাটক।


অনুতপ্তের সীমান্তে,দাঁড়িয়ে এখন
ক্ষমা কি পাবো,অস্থিরতা,নিঃশ্বাসে?
হয়তো,এলোমেলো এই জীবন,নব্য
ফিরে পেতে পারি আমি,বিশ্বাসে!