কল্পনা নয় জল্পনা নয়
সেথা,শালুক ফোটাত নদী,
    নদীর নামটি পদুয়াখালি
    থাকতো এখন ও যদি?
সচ্ছ জলে তরি ভাঁসিয়ে আমি যে
    সাঁতার কেটে যেতাম,
পদুয়াখালির প্রাণের জোয়ারে
     হৃদ ভূলিয়ে নিতাম।
ভানের স্রোতে মাছ ধরতেই
    হৃদয়টা ছুটতো তবে,
  পদুয়াখালি হারিয়ে গেছে
    সেই সে বহুকালটা হবে।
পদুয়াখালি নদীর সাথে
হারালো যে অগনিত কোষা,
     সেই নদীর ঐ স্মৃতিতে আছে
     পুরনো,গল্প রক্তচোষা।
পুরনো দিনের কথার ছলে
   আমি সুখ পেয়েছি ভরা,
আজও পদুয়াখালির চিন্হ তলেই
      আছে দিঘী মরা।
দেখিনো আমি পদুয়াখালি
এসব দাদুর মুখে কথা,
      এখানে ইতি রেখেই স্মৃতি
   আজ গোছালুম তবে পাতা।