যেদিন,আমি মারা যাবো,শেষ বিদায়ে
সেদিন,সবাই আসবে,
আবেগে আপ্লূত হয়ে,কেউ কেউ আবার
চোখের জলে ভাসবে।
চার বেয়ারার পালকি করে,
মাঠ প্রান্তরে,শেষ নামাজ দিতে নিবে
জানাজার নামাজ শেষে আমায়
মাটির ঘরে,চিরতরে রেখে দিবে।
আমল যদি ভালো হয়,মালিক দিবে ছাড়
সদা,ভালো আমল আশা করি
চাইলে মালিক,পেতে পারি উনার উপহার।
মালিকের কাছে,প্রত্যাশা করি,
বেঁচে থাকতে আমি যেনো
ভালো মানুষে পরিণত হতে পারি,
ভালো কাজ আর মানবতা দিয়ে
যেনো,জান্নাতের ঐ রাজ্যে
আমি,হাসতে,হাসতে,পৌঁছে যেতে পারি!
মালিক,কবুল করো,আমি পাপীকে
পূর্ণতা দিয়ে,ভরিয়ে দাও এই হৃদয়,
যেনো,পূর্ণ আর মহৎ কাজ দিয়ে
বাংলার বুকে,জাগাতে পারি
সত্যের এক, নয়া সূর্যের উদয়
মালিক,কবুল করো,আমি পাপীকে
পূর্ণতা দিয়ে,ভরিয়ে দাও এই হৃদয়।