হাস্যরসে,প্রমোদ দেখো,ভরা মজলিসে গায়,গান
সে কিভাবে হয়,মানুষের নেতা ?
মানুষের কষ্ট, বুঝে-না যার প্রাণ!
নিজের স্বার্থ,হাসিল করো আগে
জনগণের স্বার্থ থাকুক,পরে,
সে নেতা,মহা নেতা,থাকবে,রাজ প্রাসাদে
অভাব,অনটনে,দুর্বীনিত,মানুষ যাক মরে!
অযোগ্য সব নেতা যখন,ক্ষমতার পাই ভার
নিজেকে নিয়ে সে,ব্যস্ত থাকে,
জনগণকে দেয়,দূর্ণীতি আর অশান্তির হার
অযোগ্য সব নেতা যখন,ক্ষমতার পাই ভার!
যদিও নেতার কাজ হয়,নেতৃত্ব দেওয়া
আজকাল,তাঁরাই করছে চুরি,
গরীবের হ্বক বিনষ্টকারী,সকল নেতার
বাড়ছে দেখো ভুঁড়ি,
যদিও নেতার কাজ হয়,নেতৃত্ব দেওয়া
আজকাল,তাঁরাই করছে চুরি!
মুখে যায় আসে,আবোল তাবোল
তাই বলে দিচ্ছে, নেতা,
এসব দেখে,বাংলার মানুষ,দিশেহারা
এটা কি কোনো কথা,
মুখে যায় আসে,আবোল তাবোল
তাই বলে দিচ্ছে, নেতা!
কষ্টে কাটছে,দিন জনতার,কষ্টে কাটছে রাত
প্রভু,তোমার কাছে চাই গো মোরা
বাড়িয়ে দাও,নয়া দিগন্তের, সেই  হাত
কষ্টে কাটছে,দিন জনতার,কষ্টে কাটছে রাত।