*যে প্রেমের আগুন জ্বলে  
  বিরহ,বিষাদ,জঞ্জালে,
  সে প্রেমের বসন্তরাগে
  কোকিল সুর নেই ডালে।
  যে অরণ্যে পুষ্প ফুটেনা  
  চারুলতার,তৃণমূলে,
  সে অরণ্যে অলি আসেনা
  হিসাবহীন,ক্ষণ ভুলে।
  যে নদীতে জোয়ার নেই  
  সচ্ছল,জলের তরঙ্গে,
  সে নদীতে বিচ্ছেদ হলো
  নতুন ভূমির সে অঙ্গে।
  যে সুরেতে তাল আসেনা  
  কণ্ঠপথের সেই গানে,
  সে প্রাণে ভালবাসা নেই  
  অবহেলা,আর অভিমানে।