*ফের অমৃত হয়ে যদি জন্ম নিতাম
  বাংলার প্রান্ত হতে, পৃথিবীর শেষ সীমান্তে
  সবুজের বনভূমি পৌঁছে দিতাম।
  অনন্ত জীবন আর অসীমকাল চেয়ে
  সন্ধ্যার লগ্নে গোধূলির আবাসে
  চিরচেনা মিটি মিটি জ্বলা জোনাকির হাটে
  উল্লাসে নাচিতাম বটে,
  মনোমুগ্ধকর পরিবেশ পেয়ে।
  অনন্ত জীবন, হার ভাঙ্গা স্বস্তিতে
  রক্ত রেখা কুর্নিশ আকাশে,
  নীলিমার নীলে, মিছে মিছে স্বপ্ন দেখা
  সইবে না,
  পৃথিবীতে কাহারো জীবন অন্তকাল রইবে
  না!
  অমৃত চাঁদের জোছনা হয়ে?
  সম্রাজ্ঞী নির্দয় আঁখির পলকে জন্মজন্মান্তরে
  রাতের নির্জনে ঘুম আসতো না তখন
  অভিনিবিষ্ট ঝলকে চিন্তান্বিতরে।
  আজ প্রেম সুধা ঢেলে প্রভুর পরশে
  এই অমৃত জীবন চাই না কো আমি!
  বুকের তুষিত আগুনে কৃষ্ণাতিথির শশী
  মরণের কালে ও পিছুটানে স্বাদ আছে
  নববধূর মুখে যদি ক্রন্দনের ফোটায়
  ভালবাসা হয়ে বসি।
  এই বাংলার মাঠে, কবিদের হাটে
  সদা লুকিয়ে যেতে চাই,
  কভু অমৃত জীবন চাই না কো আমি?


....... মুহাম্মদ জে.এইচ (রপ্পি).......