* তোমারে দেখিতাম দুই নয়নে
   পূর্নীমা ভরা জোছনায়,
   তোমারি মাঝে সুন্দরের প্রকাশ
   মোর,অন্তরের সেই বাসনায়।
   তোমারে দেখিতাম স্কুলের মাঠে
   জানি,হয়নি তখন পরিচয়,
   নাম না জানা তুমি সেই পাখি ছিলে
   তোমার আকাশ হতে ছিল ভয়।
   সবার মত আমার ও ইচ্ছে জাগে
   তবু বারবার মনে সংশয়।
   আজকাল তোমারে হয়না দেখা
   হতাশে জ্বলেনা অন্ধকারে আলো,
   তুমি সুখে থাকো, রাত্রি দিবানিশি
   আমি কৃষ্ণ শ্যাম,নয়ন সলিলে কালো।
   আমি হয়নি মানুষ মমতায়
   তোমায়,কেমনে গো দিতাম ফুল
   ধরনীর কোলে আমি এসেছি ভুলে
   তাই উদাসী পথিকে মসগুল।
   আজকাল তুমি আমার কবিতা
   পরিশেষে,আমার একটি ভুল।