* আযানের ঐ ধ্বনি কানে এসে বাজছে
          সালাত কায়েম নাই,
     পাপ কর্মে মত্ত্ব মাতাল আমি
            সময় চলে রে যাই।
    ভুলে ভুলে জীবন আমার বিষ
          বিষের পুতুল আমি,
  এ জগতে নিজেকে হারিয়ে সবে
         ভস্ম ধারে এসে,থামি।
   স্রষ্টা আর সৃষ্টি, এক ভালবাসা
         শয়তান তার ভ্রম,
    অপকর্মে দুনিয়াবি যত আশা
       পাপে তা হয় সভ্রম।
মনে মনে শপথ করি, আদর্শে
       স্রষ্টা চেয়ে যাই মাফ,
শয়তান তাহার কূ-চক্র ঢালে
     আমি করে ফেলি পাপ।
সুস্থতা চাই, মস্তিষ্ক, ভাবনায়
        হউক মোর উন্নতি,
সফল কর্মে, সত্য ধর্মে আমার
       ভুলি পাপ দুর্মতি।
শক্ত এ বাহু , প্রবল রক্ত রাহু
     চাহি না এ অমঙ্গল,
স্রষ্টা, মুক্তি খুঁজিবারে প্রেম-ভক্তে
      নসীব গুণে মঙ্গল।
আমি মৃত্যুর পরপারে সে পথ
      অর্জন করিতে চাই,
যে পথ ধরে সর্ব মহৎ শক্তি
     সে অপারে চলে যাই।
  
      পর্ব বিভাজন ১২/৮