আ'মরণ অনশন করেও
অমর হওয়া যাবে না
মৃত্যুর হাত থেকে কেউ
কোনদিন,বাঁচতে পারবেনা
আমাদের আত্মা,ছেড়ে চলে যাবে
শুধু পড়ে বরে দেহ,
বাঁচার আকুতি যতই করি
বাঁচতে পারবেনা কেহ!
তবু কেনো পিছুটান,সকলেই
দুনিয়া,দুনিয়া করি,
পাপের সাগরে মত্ত্ব থেকে
কেনো,অ'মানুষ হয়ে মরি?
বিবেক লয়ে,কেনো আমরা
বিবেকহীন কর্মেই মাতি
কে বলেছে,মুসলিম আমরা
কর্মে প্রমাণ,ভিন্ন জাতি ?
তব,সূধ,ঘোষের লেনাদেনা
আজকাল,শুনি হালাল
কে বলেছে,মুসলিম তাদের
তারা ইহুদির দালাল!
সুধ'কে আল্লাহ হারাম করে
ব্যবসা করেছে হালাল
এর বিপরীতে,যেই থাকিবে
সেই ইহুদির দালাল!
নেতৃত্ব দিতে যোগ্যতা লাগে
অযোগ্য হলেই,নেতা বাদ
আজকাল,অযোগ্য লোকে নেতা হচ্ছে
থাকেই,সাধুবাদ।
আকাশ,পাতাল,স্বর্গ,মাতাল
মানুষেরা,করে তালাশ
স্বার্থসিদ্ধে আঘাত পড়লে
একে অন্যকে করে খালাস।
যুগ পাল্টে,রোগ হয়েছে,সবাই
নিজেকে ভাবে চালাক,
স্বামীকে বউয়েরা,ডির্বোস দেয়
থাকেই বলে তালাক!
শেষ জামানায়,মানুষের দেখি
হরেক রকম যুক্তি,
দয়া করো,হে দয়াময়,মহত্ত্বে
পাপ থেকে চাই,মুক্তি।