জীবনে বড় প্রয়োজন ছিল সখি
তোমারে,
এই চাওয়াটা ভস্মের ধারে নিল
আমারে।
বসন্ত আসার কালে এ মনে
এসেছিলে তুমি,
কোকিলের সুরে উদাসী প্রেম
দেখেছিলাম আমি।
যেন যুগে যুগে অন্তহীন,খুলেছে
স্বপ্ন আঁখি,
ছিল বয়স আমার কুড়ি তোমার
চৌদ্দ পাখি।  
উতাল পাতাল  সৃষ্টি রূপে,ছিলে
তুমি চঞ্চল,
উদাসী হাওয়ায় নীরবে তখন আমি
মাতি অঞ্চল।
শিশিরের জলে পা ভিজিয়ে ওঠোন
ঘাসে সেই,
পদ্মপাতার জলের প্রেম,তুমি ত
আমার নেই।  
ভ্রমর যেমন পুষ্পের সাথে রেখে যাই
সন্ধি,  
আমি তেমন তোমার হাতে রয়ে গেছি      
বন্ধি।  
তাই,জীবনের দ্বার খুলে,দিলেম
চিঠি জমা,      
অভিমানে রয়েছ দূরে,কভু করোনি
তুমি ক্ষমা।
ইতিহাসের অভাগা আমি
প্রেমের সাধ্য যে নেই  
জীবনে বড় প্রয়োজন ছিল সখি
তোমারে,
তুমি রয়ে গেছো তবু,নীরবে
অগোচরে সেই।
ইতিহাসের অভাগা আমি
প্রেমের সাধ্য যে নেই!