* জন্মাবার পর থেকে কালে কালে
এই সবুজের ভুমিকে দেখিছি ,
আর ছুটেছি, মুক্ত স্বাধীন পথে।
আজও আসেনি সময়, জীবনে
নিজেকে পাল্টানোর, চেষ্টা করিতে।
আমার পল্লীতে দখিণা বাতাস
পুষ্পের ঘ্রাণ নিয়ে আসে দুয়ারে
আর আমি তখন হারিয়ে যাই
কবিতা লেখার,প্রেমের জোয়ারে
জন্মাবার পর থেকে কালে কালে
মধুর অক্ষরে,অ, ই, আ পূর্ণতা,
আমার প্রাণের ভাষা, বাংলাতে।