পুরুষ মানুষের আবার দুঃখ কিসের ?
পুরুষ মানুষ স্রষ্টার দেওয়া,নিয়ামত
পুরুষ মানুষের সৃষ্টি হয়েছে,
হাজারো ব্যথার যন্ত্রনা,দিব্যি সহ্য করে
চোখের পানি না ঝরিয়ে
অনায়াসে,হেসে যাবার জন্য।
পুরুষ মানুষের আবার দুঃখ কিসের?
পুরুষ মানুষ মানেই,সংগ্রাম
পুরুষ মানুষ মানেই, দ্বায়িত্ব
পুরুষ মানুষ মানেই, কর্তব্য
তাই,পুরুষ মানুষের কাঁদতে মানা,
পুরুষ মানুষের শিখতে হয়
কঠোর পরিশ্রমে,ডুবে থাকা,
পুরুষ মানুষের শিখতে হয়
কঠিন পরিস্থিতিতে ও ধৈর্যের সাথে
মাথা ঠান্ডা করে রাখা।
পুরুষ মানুষের আবার দুঃখ কিসের?
পুরুষ মানুষ জানে,কিভাবে
প্রিয়জনদের মুখে হাসি ফুটাতে হয়,
পুরুষ মানুষ জানে,কিভাবে
পরিবারের সুখের জন্য
নিজের সুখটাকে বিসর্জন দিতে হয়,
পুরুষ মানুষের আবার দুঃখ কিসের ?
পুরুষ মানুষের,মরার আগে পর্যন্ত
লড়াই ও সংগ্রাম, চালিয়ে যেতে হয়
সবার সুখের জন্য,নিজের সুখ
বিসর্জন দিতে হয়,
তবুও সবার কাছে,পুরুষ নামক
মানুষটার,কোনো মূল্য নেই,
পুরুষ মানুষের গায়ে,শক্তি থাকে যতক্ষণ
সবার কাছে সে,সুপার হিরো ততক্ষণ
তাই বলে,মন খারাপ করতে নেই,
পুরুষ মানুষের আবার দুঃখ কিসের?