আর পারছিনা নিতে অসময়
    চোখ ফেটে আসে জল,
  সত্যবাদী, প্রতিবাদী জীবনের
      লাঞ্ছিত, বঞ্চিত দল।
  আর পারছিনা নিতে ব্যর্থ প্রাণ
     আয়োজনে হিংস্র রূপ,
  থাকি অন্ধ, কান বন্ধ অধিবাসী
       প্রয়োজনে জ্বালি ধূপ।
আর পারছিনা মৃত্যুঞ্জয়ী রথে
        মিছিল করিতে কভু,
সময়ের মূল্য হিরে সমতুল্য
        হারাতে চাইনা প্রভু।
আর পারছিনা নিতে একাকীত্ব
         নিজ ঘরে চাই বধূ,
   পুরুষত্ব মনে ফুলের বাসর
         আহরণে চাই মধূ।
আর পারছিনা নিতে নীলকণ্ঠ
      হোমলেক নীল বিষে,
  শতবার্ষিকী ভালবাসা চাই
     রূপালী ধানের শীষে।
আর পারছিনা মুক্তি চাই প্রভু!