এই যায়,এই আসে,অভিমানী মেঘ ভাসে
তবু,ভালোবাসার রং কমে'না,
মেয়েদের মন,আকাশের রং,বেশীক্ষণ
তাদের হৃদয়ে,স্থির হয়ে,জমে'না!
আলতো ছোঁয়ায়,বরফের মতো গলে যায়
প্রিয়জনের,ভালোবাসা পেলে,
তাদের শুধু চাওয়া,বেশী ভালোবাসা,পাওয়া
তবেই,মন,প্রাণ,দিয়ে দেয় ঢেলে।
বৃষ্টির মতো ঝরে পড়ে,তাদের ভালোবাসা
হঠাৎ করে,বিরহের দেয়,গর্জন,
অল্পতেই,আবেগী হয়ে যায়,কেঁদে কেঁদে
ভালোবাসা করে নেয়,অর্জন।
এই হাসি,এই কান্না,ভালোবাসার হয় বন্যা
সে'এক,বৃহত্তর,কঠিন মায়া,
প্রিয়তমা'কে ভুলে থাকা,এত সহজ নহে
তাড়া করে,তার,স্মৃতির ছায়া।
ভালোবাসা,বিধাতার দেওয়া,অদ্ভুত এক
দুষ্টু,মিষ্টি,রোমাঞ্চকর মেলা,
কেউ হাসে,কেউ কাঁদে,কেউ যায় মরে,দেখ
বিধাতার এই রহস্যময় খেলা!
ভালোবাসা,বিধাতার দেওয়া,অদ্ভুত এক
দুষ্টু,মিষ্টি,রোমাঞ্চকর মেলা।