মাঝে,মাঝে,আমরা ভুলে যাই'যে
আমরা,সৃষ্টির সেরা জীব,মানুষ
ভুলে যাই,কেনো এসেছি,এ ধরাতে
অতঃপর,
নিকৃষ্ট শয়তানের ধোঁকায়,নিজেকে
বানিয়ে ফেলি,বহুলাংশে নিকৃষ্ট।
ভুলে যাই,কে আমি,কি আমার পরিচয়
কি কর্ম করবো বলে,আমার এ পদার্পণ
সবকিছু ভুলে,আবারও
ডুবে যাই,পাপ সাগরের,অতল গভীরে।
ইচ্ছায়,অনিচ্ছায়,
নির্লজ্জের মতো,
করে ফেলি স্রষ্টার বিরোধ!
নিজেকে নিমজ্জিত করে রাখি
পাপের ঐ সীমা রেখায়।
একটিবার,কখনো ভেবে দেখি না
আমার করণীয় কি,আর,আমি করছি কি?
এখনও আছে সময়,
হারিয়ে যাওয়া,হৃদয়টা,খুঁজে বের করি!
আর,লজ্জিত হয়ে,তওবার মাধ্যমে
ফিরে আসি,মহান রবের সন্নিকটে।
নিশ্চয়,
তিনি অতি দয়ালু,ও ক্ষমাশীল।