মা বাবার বড় ছেলে, সাদারঙ
     স্বভাবত একরোখা,
সত্যপথের অগ্নি মশাল জ্বেলে
   সমাজের চোখে বোকা।
নীতি, বাক্যে, এক সনাতন মহা
  ভয় নেই চোখে  তবু,
অন্তরে রাখে, ভক্তিতে গুরুজন
   মালিক নামের প্রভু।
অন্যায় দেখলে, গর্জে ক্ষেপে ওঠে
      সততা তার সম্বল,
দুখে দুখে মরতে রাজি, জীবনে
      চির সুস্থ  মনোবল।
মা বাবার বড় ছেলে, সাদারঙ
     বয়স পঁচিশ খোকা,
সুস্থ দেহের অধিকারি, নিথর
    সমাজের চোখে বোকা।


*********---*********