‎নিঃস্তব্ধ  আঁধার রজনী,জানি না কখন হবে ভোর
‎প্রতিক্ষায় বসে আছি নীরবে,সেই স্বপ্নেরা কতদূর?
‎দু'চোখে আজ ঘুম নেই,ঘড়ির কাটাটা তব ঘুরছে
‎সময় থেমে যায়নি কখনো,কপাল যেনো পুড়ছে!
‎প্রতি নিঃশ্বাসে ঘাম ঝরছে,হৃদয় হচ্ছে না তব শান্ত
‎আমার সাথেই এমনটা হবে,কে আগে জানতো?
‎অতীতে হারিয়েছি অনেক,হারাতে চাই না আর
‎আমার এই ত্যাগের গ্লানি,খুলে দিবে কি নতুন দ্বার?
‎আমার এই ভাগ্যের লিখনি,লেখা হয়ে গেছে শেষ
‎নব দিগন্তে কি পাবো আমি,যাই পাবো তাই বেশ।
‎আমাকে আমি অর্পিত করেছি,তোমার কাছে স্রষ্টা
‎ভবঘুরে আমি ছন্নছাড়া কবি,আজও আছি পথভ্রষ্টা
‎সোনালী স্বপ্নে বিভোর থেকে,সত্যকে করি লালন
‎স্রষ্টা তোমার তরে মাথা নত করি,ধর্ম করি পালন।
‎আমি মুসলিম,চির বাঙালি, চেতনায় ধরি গান
‎সবি,স্রষ্টা তোমার আদেশ,রেখো গো আমার মান।
‎ভাবতে ভাবতে সময় যাচ্ছে,আমায় দিও আশ্বাস
‎তোমার কাছেই পাবো আমি,এই আমার বিশ্বাস!
‎নিঃস্তব্ধ  আঁধার রজনী,জানি না কখন হবে ভোর
‎প্রতিক্ষায় বসে আছি নীরবে,সেই স্বপ্নেরা কতদূর?