হে' কবি সময় গিয়েছে চলে    
হারানো পথে                      
কুৎসিত মৌন,পাপ করেছে জমা,                
কবি এখন ও হারায় নি মহৎ সময়?            
তাই,বিধাতার দরবারে            
মাশুলে চাও যে ক্ষমা।              
রাত দিন এক করে চেষ্টা যখন
করেই যাচ্ছো কবি?                      
সবুরের ফল ত আসবেই,                    
আজ আক্ষেপে আক্ষেপে দিনভর          
চোখের জলে তুমি!                        
একদিন,সফলতার তরি পাল তুলিয়া      
সুখের বিস্তৃত ঢেউয়ে            
তোমার সাগরে ভাসবেই!                
হয়তো সেই দিনটা,একদিন            
সময়ের ব্যবধানে আসবেই।