* আমি এখন ও তর ছবিটা আঁকি,হৃদয়ে
   চোখের জলটাকে,মুছে দিই,বিরহ লয়ে।
   তর ঐ ক্যানভাসে,কবিতা মানে পুষ্প ওরে
   আমাকে ভালবাসতেই হবে,বলেছি কি তরে?
   যখন তখন তর পথে,আমি দাঁড়িয়েছি
   বড্ড বেশী ভালবাসি বলে,কলিজা
   তরে আমি হারিয়েছি।
   তুই এখন ভিন্ন মানুষের,ভিন্ন,ময়না পাখি,
   ভাবতেই কষ্ট হয়,জানিস,একলা থাকি।
   হয়তো আমাকে ভুলে যাবি,পাগলামি বলে
   আমি কেমনে ভুলিব তরে,ভাসি আঁখি জলে?
   তুই আজ সংসারী,কিশোরী থেকেই নারী
   আমি আজ ও বিরাগী রাজপথে
   এটুকু ত পারি।
   আপাতত তুই জয়ী,শুধু আমি হতে দূরে
   রীতিমত একা থাকি,পাখিদের সুরে।
   আজকাল,নাকি,চিরকাল,ভালবেসে পাবো
   তর চরণ তলে,আমি উস্টা খেয়ে যাবো।  
   ইতিহাস ও কথা বলে,তর পক্ষে রায়
   শেষ অবদি,
   এ হৃদয়ে গাঁথা হয়ে থাকবি,তুই
   শতাব্দীর পর শতাব্দী।