সত্য কথন বলতে চাই, নিরাপদ সড়ক চাই
দায়ীত্বহীনের কবলে, চাঁদাবাজের দখলে
অনিয়ম আর হতাশে, এই বাংলার বাতাসে
সত্য কথন বলতে চাই, নিরাপদ সড়ক চাই!
আর কত তাজা প্রাণ হারাবো, প্রশ্ন রাখি তাই
জেব্রা কসিং পারাপারে ও, নিরাপত্তা নাই?
স্নিগ্ধ আকাশে ধরণী, রাস্তায় ধর্ষিতা তরুণী
রক্ত প্রভাত ছুরিঘাতে, আন্দোলিত না হতে
আজিকে বিচার বহিঃস্থ , আচরণবিধি পাই
আত্মঘাতী যত হামলা, খেয়ে যাও শত মামলা
সংকোচে তবু জানি, কাজের কাজটা নাই
তাই সত্য কথা বলতে চাই, নিরাপদ সড়ক চাই?
ছাত্র সমাজ রাজপথে কেন,তারা ত থাকতো বাড়ি?
যদি সঠিক নিয়মে চলতে থাকতো চারচাকা গাড়ি
তবে নিশ্চয় ছাত্র সমাজ থাকতো সবাই বাড়ি।
পরিশেষে বলে যাই, শান্তি শৃঙ্খলা পেতে চাই
বাড়তি নিরাপত্তায়, নিরাপদ সড়ক চাই।