যদিও সত্য বলা,আমার নাগরিক অধিকার
তবু,সত্য বলা যাবে না,
আমি যতই সরল,অমায়িক,ভালো মানুষ হই
সত্য বললে,এই সমাজে
আমাকে আর,খুঁজে তোমরা,পাবে না!
সত্য বলা,আমার নাগরিক অধিকার
তবু,সত্য বলা যাবে না!
মিথ্যে আজকাল,সবকিছুর উপসংহার
টাকার স্পর্শে,মিথ্যে হয়ে যায় সত্য,
একমাত্র, টাকা আর মিথ্যে দিয়ে কখনোই
রুখা যায় না
স্রষ্টার দেয়া তাণ্ডব আর ধ্বংসলীলার সব গর্ত!
মিথ্যে আজকাল,সবকিছুর উপসংহার
টাকার স্পর্শে,মিথ্যে হয়ে যায় সত্য।
যদিও সত্য বলা,আমার নাগরিক অধিকার
তবু,সত্য বলা যাবে না,
সত্য কথা বললে,ফুটবলের মতো লাথি মেরে
আমাকে,বিতারিত করা হবে,এই দেশ থেকে
সত্য কথা বললে,হয়তো রাতের আঁধারে
গুম বা খুন করা হবে,আমাকে নির্জনে ডেকে
যদিও সত্য বলা,আমার নাগরিক অধিকার
তবু,সত্য বলা যাবে না, যাবে না,যাবে না!
সত্য বললে,এই সমাজে আমাকে আর,
খুঁজে তোমরা,পাবে না,পাবে না,পাবে না!
সত্য বলা,তোমার,আমার,নাগরিক অধিকার
তবু,সত্য বলা,যাবে না, যাবে না,যাবে না!