মানুষের আঘাত,যত বেশী পাওয়া যাবে
প্রভুর সন্নিকটে,তত বেশী যাওয়া যাবে
নিন্দুকের কাজ,নিন্দা করা,মুল্যবোধে
মানুষের পাশে,বিপদে,এগিয়ে আসা না
নিন্দুক, সে-তো, মানুষের বদনামে ব্যস্ত
তাদের কাজ বদনাম করা,ভালোবাসা না!
তুমি কষ্ট পেয়েছো,নিন্দুকের কথার ঘায়ে
আহা রে,বলো,তাতে কি যায় আসে ?
হয়তো,তারা তোমাকে নিয়ে হাস্যবোধ করে
কিন্তু,মহান প্রভু তো তোমাকে,ভালোবাসে!
মানুষের আঘাত,তাদের কথার আঘাত
পেয়ে ও তুমি,নীরবে,ধৈর্য যদি ধরু,সময়
তোমাকে সাফল্যের দুয়ারে নিয়ে যাবে
মহান প্রভু,তোমাকে,করবেই করবে,বড়।
একটা কথা,সবসময় মনে রাখতে হবে
চিরকাল,আমরা,থাকবো না এই ভবে।


যেমন কর্ম,তেমন ফল,তাই,বুঝে,শুনে,চলো
মিথ্যাকে তুমি মিথ্যা বলে,সত্যকে সত্য বলো