বুঝলে প্রিয়,শুধু ভালোবাসলে হয়না
ভালোবাসার মানুষটার পাশে থাকতে হয়
শুধু অভিমান করলে হয়না প্রিয়
ভালোবাসার মানুষটা যেনো হারিয়ে না যায়
সেই ভয়টাও মনে রাখতে হয়!
টাকা দিয়ে সুন্দর মন পাওয়া যায় না প্রিয়
কিন্তু, আজকাল অর্থের বিনিময়ে চলে
ভালোবাসার আদান প্রদান,
বুঝলে প্রিয়, যে তোমাকে নিঃস্বার্থ ভালোবাসবে
সে তোমাকে ছাড়া আর কিছুই বুঝবে না!
শত অভিমানের পাহাড় ভেঙ্গে সে তোমার কাছে
পাগলের মত ছুটে আসবে
থাকে তুমি কাছে টেনে নিও!
বুঝলে প্রিয়, তুমি যার চোখের মনি
তুমি তার চোখ দুটি,অন্ধ করে দিও না।
বুঝলে প্রিয়,তুমি যার উপন্যাসের পাতা হয়ে আছো
থাকে তুমি বুঝতে চেষ্টা করো!
বুঝলে প্রিয়,
তোমার পাগলটা আজ বেঁচে আছে বলে
হয়তো,তুমি থাকে অবহেলা করো,
কিন্তু, যেদিন সে দুনিয়াতেই থাকবে না
সেদিন তুমি হারে হারে টের পাবা
কি ছিলো পাগলের ভালোবাসায়!
বুঝলে প্রিয়,যার চলে যায় সে বুঝে হায়
বিচ্ছেদের কি যন্ত্রনা,
তোমার আছে, তাইতো তুমি করো শুধু
শয়তানি সব মন্ত্রনা।
বুঝলে প্রিয়, বেশী দৌড়ালে রাস্তা হয়না পার
জীবনের খাতা খুলে দেখো
তোমার মস্ত বড় হার।