টাকায় পৃথিবীর সব
আজকে আমার টাকা নেই বলে
প্রিয় মানুষটার মুখ হয় ফিকে,
টাকা ছাড়া কেউ কারো নয়
চেয়ে দেখি চারদিকে।
আজকে আমার টাকা নেই বলে
আমার স্বপ্নগুলো সব,আটক
কি আর বলবো ভাই,
ভালোবাসার নামে সবাই করে
মিছে সব, নাটক।
আজকে আমার টাকা নেই বলে
মা বাবার মুখটাও কালো
টাকা থাকলে বন্ধুরা সব
আমায় বলে ভালো।
আজকে আমার টাকা নেই বলে
সবাই করে তিরস্কার,
তাদের কষ্টে, ব্যথাতুর হয়ে
কবিতার হয় আবিস্কার।
আচ্ছা ভাই,টাকা কামানো ত সহজ
কিন্তু,হালাল রোজকার করা কি
খুবই সহজ কাজ ?
সবাই কোটিপতি হতে চায়, এবং হয়
কিন্তু, ভালো মানুষ ক'জন হতে চায়
বা' হতে পেরেছে ?