লোক সমাজে প্রচলিত,জেনে বা না জেনে
তালাক দিলে ভাই,
সাথে সাথে সেই স্বামী বা স্ত্রী নাকি
তালাক হয়ে যাই ?
এবার মূল বিষয়ে আসি,এসো আমরা সবাই
চির সত্যকে ভালোবাসি!
এক জবানে তিনটি তালাক দিলে
সাথে সাথে,তালাক হয়না কভু,
সে বিষয়ে সহীহ্ হাদিসে যা বলেছেন প্রভু
নিয়ম না জেনে, নিয়ম না বুঝে
তুমি যে কর্মই করো ভাই,
না জেনে কাজ করা,অজ্ঞতার শামিল
তা ভুলই থেকে যাই!
ভুল করলে তওবা করো,দয়ার সাগর তিনি
আমাদেরকে অতি যত্নে,সৃষ্টি করেছেন যিনি
স্বামী বা স্ত্রী,এই ভুলটি আর কখনোই
ভুলে ও করবে না,
মহান প্রভু দ্বিতীয়বার,তোমাদেরকে
আর ছাড়বেনা!
তোমার,বউ ভালো লাগেনা,খুব ভালো কথা
বউকে তার বাবার বাড়িতে রাখো,
একমাস পর,তার কাছে যাও,রাগ ভাঙ্গাও
যদি রাগ না ভাঙ্গে তার,
সাক্ষী রেখে একটি তালাকে,দাও ছাড়পত্র ছাড়
আবার,তুমি দ্বিতীয় মাসে
বউয়ের কাছে যাও,আগে রাগ ভাঙ্গাও
যদি এবারও রাগ না ভাঙ্গে তার,
সাক্ষী রেখে দুই তালাকে,দাও,ছাড়পত্র ছাড়
এভাবে,যদি কারো তিনটি তালাক হয়
তখন থেকে,সারাটি জীবন দু'জন পৃথক
তারা কখনোই আর,স্বামী বা স্ত্রী নয়!
তখন হবে,শয়তানের ঐ জয়
আমরা মুসলিম কখনোই এই ভুল করবো না
করবো মোরা,সব বিষয়ে,আল্লাহকে ভয়!
তালাক,তালাক,মুখে কখনোই,না বলাটা ভালো
আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দান করুক
দিয়ে উনার, রহমতের সেই,আলো।
তালাক,তালাক,মুখে কখনো,না বলাটাই ভালো!