চৈত্রের আকাশে,হঠাৎ মেঘেরা ভাসে
থেমে থেমে হয় বৃষ্টি,
অশুভ,অ-লক্ষণ,ধ্বংসের দ্বারপ্রান্তে
মানুষ করেছে সৃষ্টি।
স্রষ্টা তো বলেছেন,কর্মের হয় ফল
স্রষ্টা,হবে কেনো দোষী?
দু'হাত ভরে পেলে হয়তো,উপভোগ্য
আমরা সবাই খুশি।
নিজেকে প্রশ্ন করেন,আমরা কেমন
কতটুকু মানি তারে,
একমাত্র ক্ষমতার অধিকারী যিনি
সবকিছু তিনি পারে!
ভবে,মানুষ হয়েছে আজ,অমানুষ
কারোর ভালো চায় না,
মানুষ হয়েও, মানবতার কল্যাণে
এগিয়ে কেউ যায় না!
আমরা মানুষ নাকি,নকল মানুষ?
তালাশ করি নিজেকে
মোদের পাপ,হয়তো এখনও কাঁচা
যাবে কিন্তু পেঁকে।
আমরা মানুষ নাকি,নকল মানুষ?
তালাশ করি নিজেকে।