* অন্ধকারছন্ন এই জীবন সুখের আলো
   পেয়েছে কি?
   সুখ সে তো মামার বাড়ির আবদার নই
   যা,চাইলেই পাওয়া যাবে মুঠো ভরে।
   সুখের সন্ধান করিতে গিয়ে
   মানুষ চিনলাম,
   কিছু ভালবাসা নিলাম,
   অবশেষ কষ্ট কিনলাম
   আর ফিরে এলাম স্তব্ধ মুখর
   নির্জন অরণ্যে।
   আমার বেপরোয়া ইচ্ছে গুলো
   মরে যাচ্ছে  অসুখে
   আর জন্ম নিচ্ছে ,বিষাদে ঝর্ঝরিত
   এক পতন।
   আজকাল গোপনে কান্নার স্রোত
   প্রবাহিত হই,
   হঠাৎ ভাবতে,ভাবতে এক সচ্ছ
   নদীর মতন।
   অন্ধকারছন্ন এই জীবন, ব্ল্যাকহোলের মত
   গিলে নিয়েছে  
   আমার শৈশবকাল ও কৈশরকাল
   এখন কি"না যৌবনকালটা ও
   গিলে নিতে চাই সে।
   মাঝে মাঝে মনে হয় সবি নিয়তি,আমার
   কিছু করার,আছে কি?
  ভিন্নভাবে না"কি অন্যপথে?
  যুগ যুগ ধরে ত্যাগের গ্লানি টেনে
  মাথায় পরেছে বাজ,
  তাই সহজে এখন আর, আমার মস্তিষ্ক
  করেনা কাজ।
  আমি পরাজয় মেনে নিয়েছি,
  অশ্লীল সভ্যতায় মানুষকে ভালবেসে!
  আমার ও ত ছিল কিছু আশা,
  সুখের একটা নদী হব
  ভালবেসে সুন্দরে উপমিত এক
  নারী পাবো
  আজ সবি শেষ হতে যাচ্ছে আমার  
  সময়ের পাল্লায়,
  আমি কি দোষ করেছি, যে, একাকিত্ত্বের
  সৈনিক হয়েছি
  বেঁচে থেকে ও মরা আমি বুঝে না" কি
  আল্লায়?
  আজ সবি শেষ হতে যাচ্ছে আমার
  সময়ের পাল্লায়।