আল্লাহকে আমি,খুব কাছে  
চাইতেই পারি,
উনার রহমত,অধিক পরিমাণে
পাইতেই পারি!
যদি,আল্লাহ আমায়,কবুল করেন,তাতে
হয়তো,জাগরণে আপনি,
অনেক কষ্ট পাবেন
রহমত স্বরুপ,ভালো,ভালো
স্বপন পাবেন,রাতে!
উনার ভালোবাসা,আমরা সবাই পেতেই পারি
যদি ভালো কাজে,
মহৎ কাজে,নিজেকে মুখিয়ে রাখি,
হিংসা,ভেদাভেদ ভুলে থাকি,তাতে!
রহমত স্বরুপ,
ভালো,ভালো স্বপন পাবেন,রাতে!
আল্লাহকে পেতে হলে,
ভাঁসতে হবে চোখের জলে
ধৈর্যের সাগরে ডুবিতে হবে,দুঃখ কষ্ট লয়ে,
তবেই আসবে,
উত্তম সেই দান,সন্তষ্টি,বিশ্বজয়ে।
তিনি বাদশা,তিনি মালিক,তিনিই মহান প্রভু,
উনার কাছে,
চাওয়া মতো চাইতে পারলে,
খালি হাতে কেহ,ফেরত যায় না কভু!
তিনি বাদশা,তিনি মালিক,তিনিই মহান প্রভু।