প্রভু,তোমার ছিলাম,তোমার আছি
তোমার গোলাম আমি,
আমার কাছে সবার আগে,মাওলা
তোমার নামটি হলো দামী!
তোমার দয়ায় বেঁচে আছি,জগতে
তুমি আমার নিঃশ্বাস,
একমাত্র,তুমিই আমার রব,ভক্তিতে
তোমায় করি,বিশ্বাস।
ভুল করিলেও ক্ষমা আছে,জানি
তুমি,ক্ষমাশীল রব,
আমরা তোমার,আবেগী বান্দা,মহত্ত্বে
আমরা তোমার সব।
তুমি মালিক,তুমি দয়ালু,একমাত্র
তুমিই মোদের স্রষ্টা,
প্রভু,তোমার তটে,একটাই চাওয়া
মোদের,করিওনা,পথভ্রষ্টা।